ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে জামায়াতের অবদান সবার স্মরণে থাকবে: আলী রীয়াজ

ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা সংগ্রামে জামায়াতে ইসলামীর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, জামায়াতের নেতা-কর্মীরা শুধু বিচারিক নিপীড়নের শিকার হননি, বরং বিচারবর্হিভূত নির্যাতনের মধ্য দিয়েও তারা গণতন্ত্রের লড়াই চালিয়ে গেছেন।
শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের এলডি হলে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘গত ১৬ বছর ধরে দেশে ফ্যাসিবাদী শাসনের ছায়ায় নির্যাতিত হয়েছে মানুষ। সেই সময় জামায়াতের নেতা-কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়েছেন। এ জন্য তাদের প্রতি আমাদের সমর্থন ও অভিনন্দন থাকবে।’
তিনি বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানে জামায়াতের কর্মীরা সাহসিকতার সঙ্গে রাজপথে ছিল, কেউ প্রাণ দিয়েছেন, কেউ কারাবরণ করেছেন। এটা গণতান্ত্রিক লড়াইয়ে তাদের অগ্রণী ভূমিকারই প্রমাণ।’
আলী রীয়াজ আরও বলেন, ‘আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে কেউ নিপীড়নের মুখোমুখি হবে না। বিচার কিংবা বিচারবর্হিভূত প্রক্রিয়ায় কারও অধিকার হরণ হবে না। জাতির এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের যাত্রা।’
তিনি জানান, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেয়া হয়েছে, সেটি সরকারের নিজস্ব পরিকল্পনা নয়, বরং তা দেশের সাধারণ মানুষ, রাজনৈতিক দল, ছাত্র-জনতার দীর্ঘদিনের দাবি। এই প্রক্রিয়ায় জামায়াত আন্তরিকভাবে যুক্ত হওয়ায় তাদের ধন্যবাদ জানান তিনি।
আলী রীয়াজ বলেন, ‘এটি কোনো একক দলের উদ্যোগ নয়, জাতির স্বপ্ন বাস্তবায়নের একটি যৌথ প্রয়াস। সবার আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমাদের সাফল্য আসবে।’
বৈঠকটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এতে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার এবং ড. ইফতেখারুজ্জামান।
জামায়াতে ইসলামীর পক্ষে বৈঠকে অংশ নেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সাইফুল আলম খান মিলন এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
এসি//