খেলাধুলা

পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করা উচিত, মনে করেন গাঙ্গুলী

ছবি: ফাইল, বিসিসিআই

সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে ঘটা ঘটনার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কে অবনতি হয়েছে ভারতের। এরমধ্যে পাকিস্তানের সঙ্গে সবধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত বলে মনে করছেন সৌরভ গাঙ্গুলী। এমনকি ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে ম্যাচ না খেলাকেও সমর্থন করবেন তিনি।

শুক্রবার (২৫ এপ্রিল)  কোলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌরভ গাঙ্গুলী এসব কথা বলেন।

ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানায়, শুক্রবার কোলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হন সৌরভ। এরপর তাকে পেহেলগামের হামলা নিয়ে প্রশ্ন করা হয় এবং সেখানে পাকিস্তানের বিষয়েও জানতে চাওয়া হয়। তখন সৌরভ বলেন, ১০০ ভাগ, এটা (পাকিস্তানের সম্পর্ক ছিন্ন) করা উচিত। কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এটা কোনো তামাশা নয় যে বছর বছর এ রকম ঘটনা ঘটে চলবে।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) যদি পাকিস্তানের সঙ্গে আইসিসি টুর্নামেন্ট খেলতে না চায়, সেটিকেও সমর্থন করেন সৌরভ। তিনি বলেন, ‘বোর্ড (আইসিসিকে) চিঠি দিলে ঠিক করবে। সন্ত্রাসবাদ কখনোই মেনে নেওয়া যায় না।’

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীরা হামলা করে। এই ঘটনায় ২৬ জন নিহত হন।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন