বিনোদন

‘বীরা রাজা বীরা’ নিয়ে বিতর্ক, আইনি জটিলতায় এ আর রহমান

ছবি: সংগৃহীত

অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানকে ঘিরে সম্প্রতি এক অনাকাঙ্ক্ষিত বিতর্ক জন্ম নিয়েছে।  কথা নয় এবার সুর নিয়েই উঠেছে প্রশ্ন। মণি রত্নমের পরিচালনায় ২০২৩ সালে মুক্তি পাওয়া বিখ্যাত তামিল ছবি ‘পোন্নিয়িন সেলভান ২’ এর জনপ্রিয় গান ‘বীরা রাজা বীরা’র সুর নাকি তার নিজের নয়।  আর সেখান থেকেই আইনি ঝামেলার শুরু।

শাস্ত্রীয় সংগীতশিল্পী উস্তাদ ফাইয়াজ ওয়াসিফুদ্দিন দাগার এই গানটির বিরুদ্ধে সরাসরি কপিরাইট লঙ্ঘনের অভিযোগ এনেছেন।  তার দাবি , রহমানের সুর করা ‘বীরা রাজা বীরা’ গানটির মূল রচনা তার পিতামহ নাসির ফৈয়াজুদ্দিন দাগার ও চাচা জহিরুদ্দিন দাগারের যুগল সৃষ্টি ‘শিবা স্তুতি’ থেকে অনুপ্রাণিত বা হুবহু নেওয়া।

শুধু তাই নয় দাগার পরিবারের ঐতিহ্যবাহী এই সুর বিশ্বজুড়েই পরিবেশিত হয়ে আসছে ।  বহু আগে থেকেই যার রেকর্ড ও দলিল রয়েছে।  ১৯৭৮ সালে অ্যামস্টারডামে পরিবেশিত এবং ১৯৯৬ সালে অডিও আকারেও প্রকাশিত হয়েছে ‘শিবা স্তুতি’। 

এই অভিযোগের ভিত্তিতে দাগার দিল্লি হাইকোর্টে কপিরাইট আইনে মামলা দায়ের করেন।  আদালত প্রাথমিকভাবে মামলাটি গ্রহণ করে এ আর রহমানের প্রতিষ্ঠান ‘মাদ্রাজ টকিজ’কে দুই কোটি রুপি জামানত জমা দেওয়ার নির্দেশ দেয়।  পাশাপাশি বিচারকেরা গান দুটির তাল ও বিটে সাদৃশ্য  দেখেছেন বলে মত দেন।  

সব অভিযোগ অস্বীকার করেছেন রহমান ।  তার আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছে , ‘বীরা রাজা বীরা’ একটি সম্পূর্ণ মৌলিক সৃষ্ট গান , যেখানে ২২৭টি স্বতন্ত্র স্তর এবং পশ্চিমা সংগীতের উপাদান অন্তর্ভুক্ত করা হয়েছে।  এর কম্পোজিশন ভারতীয় ধ্রুপদি ঘরানার ‘শিবা স্তুতি’র সঙ্গে মিল নেই বরং , এটি একেবারে আলাদা একটি রচনাশৈলী ও আবহের ওপর ভিত্তি করে তৈরি।

 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন