আন্তর্জাতিক

গুজরাটে রাতভর চিরুনি অভিযান, এক হাজার বাংলাদেশি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ভারতের গুজরাট রাজ্যে একযোগেঅভিযান চালিয়ে এক হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (২৫ এপ্রিল) রাতভর আহমেদাবাদ ও সুরাট শহরে এই অভিযান পরিচালিত হয়।

শনিবার (২৬ এপ্রিল) গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি এই তথ্য নিশ্চিত করেছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে বলা হয়, আহমেদাবাদ থেকে অন্তত ৮৯০ জন এবং সুরাট থেকে ১৩৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গুজরাটে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় অভিযান বলে মন্তব্য করেছেন মন্ত্রী সাংঘভি।

এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের বিরুদ্ধে গুজরাট পুলিশের এই অভিযান একটি ঐতিহাসিক সাফল্য।’

মন্ত্রী আরও জানান, আটক বাংলাদেশিরা ভারতে আসার আগে বিভিন্ন রাজ্যে অবস্থান করছিলেন এবং সেসব স্থানে জাল পরিচয়পত্র ব্যবহার করেছিলেন। তাদের অনেকে মাদক চোরাচালান ও মানবপাচারের মতো অপরাধের সঙ্গেও জড়িত ছিলেন।

তিনি উল্লেখ করেন, সম্প্রতি গ্রেপ্তার চার বাংলাদেশির মধ্যে দুজন আল-কায়েদার স্লিপার সেলের সদস্য হিসেবেও কাজ করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি জানিয়েছেন, অবৈধ বাংলাদেশিদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে যেসব ব্যক্তি এই বাংলাদেশিদের জাল নথি তৈরি করে দিয়েছেন বা তাদের আশ্রয় দিয়েছেন, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। সতর্ক করে বলেছেন, নির্দেশ অমান্যকারীদের আটক করে আইনি প্রক্রিয়ায় নিজ দেশে পাঠানো হবে।

 

সূত্র: এনডিটিভি, পিটিআই, হিন্দুস্তান টাইমস।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন