আবহাওয়া

ছয় বিভাগে বাজছে বজ্রবৃষ্টির আগমনী সুর

বিকেলের আকাশে মেঘের গায়ে হালকা সোনালি ছায়া, বাতাসে মিশে আছে বৃষ্টির ফিসফাস। এমন দিনে প্রকৃতি যেন একটু চুপসেই থাকে। আর এরই মধ্যে দেশের ছয়টি বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (০৫ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় হতে পারে অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি। । এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী মঙ্গলবার (০৬ মে) থেকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগ এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আর তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (০৭ মে) থেকে বৃহস্পতিবার (০৮ মে) পর্যন্তও বেশ কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়বে, তবে সপ্তাহের শেষ দিকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন