তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন ডা. জাহেদ

অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (০৬ মে) খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজার’ সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ডা. জাহিদ বলেন, ‘অনেকটা সুস্থ আছেন খালেদা জিয়া। মানসিকভাবেও ভালো আছেন তিনি। বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীসহ সব সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বিনা খরচে এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিল কাতার। তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন খালেদা জিয়া।’
তিনি বলেন, জোবাইদা রহমান দেশে ফিরেছেন, ‘তারেক রহমানও ফিরবেন। সেদিন খুব বেশি দূরে নয়।‘
তিনি আরও বলেন, ‘কিছুদিন পর জোবাইদা রহমান আবারো লন্ডনে যাবেন এবং খুব দ্রুতই তারেক রহমানসহ দেশে ফিরে আসবেন।‘
এর আগে মঙ্গলবার (০৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্স দুই পুত্রবধূসহ খালেদা জিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দুপুর ১টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছায় তাকে বহনকারী গাড়ি বহর। পথে দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানায়।
এমএ//