জাতীয়

ভারত সীমান্তে আমরা বাড়তি কিছু করবো না : নিরাপত্তা উপদেষ্টা

ছবি: ফাইল ছবি

আমাদের সীমান্তের নিরাপত্তার জন্য যা যা করা দরকারতা আমরা করবো। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি আছে। আমাদের সঙ্গে ভারতের সে ধরনের উত্তেজনা নেই। আমরা বাড়তি কোনও কিছু করবো না। বললেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

মঙ্গলবার (৬ মে) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পরে একথা জানান তিনি।

রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে উপদেষ্টা বলেন, নতুন করে আর কোন রোহিঙ্গা যাতে না আসে সে চেষ্টা করা হচ্ছে। জাতিসংঘের মাধ্যমে আরাকান আর্মিকে জানানো হয়েছে যে আরাকানে যে নতুন প্রশাসন তৈরি হচ্ছে, তার সব স্তরে বাংলাদেশ রোহিঙ্গাদের দেখতে চায়যদি সেটি তারা না করে, তবে সেটি হবে জাতিগত নিধনের একটি নিদর্শন।

তিনি বলেন, আমরা এ ধরনের জাতিগত নিধন কোনোভাবেই সমর্থন করি না, এটা পৃথিবীর যেকোনও জায়গায় হোক। এটা আরাকান আর্মির জন্য একটি প্রথম পরীক্ষা। আমরা অপেক্ষা করছি এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারছে কিনা।

আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগের বিষয়ে মিয়ানমারের প্রতিক্রিয়ার বিষয়ে তিনি আরও বলেন, ‘আমরা সার্বভৌম রাষ্ট্র। যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে আমরা কথা বলবো। কে কী বললো. তাতে কিছু  যায় আসে না। আমরা একটি স্বাধীন পররাষ্ট্র নীতি প্রণয়ন করেছি এবং বাস্তবায়ন করছি।

নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘মিয়ানমার আরাকান আর্মিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। কিন্তু তারাও তো কথা বলছে। তারাতো যুদ্ধবিরতির কথা বলছে। এছাড়া আরেকটি বিষয় বিবেচনায় আনতে হবে। আমাদের সীমান্তের ওপারে এখন নিয়ন্ত্রণ আরাকান আর্মির। আমাদের সার্বভৌম সীমান্ত আমাদেরই ব্যবস্থাপনা করতে হবে, রক্ষা করতে হবে, শান্তিপূর্ণ রাখতে হবে। এজন্য ওপারে যেই থাক, তার সঙ্গে আমরা যোগাযোগ রাখবো

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন