বোমা হামলায় ৭ পাকসেনা নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে দেশটির ৭ সেনা নিহত হয়েছেন। সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে ইম্প্রভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটলে এসব সেনা মারা যায়।
মঙ্গলবার (৬ মে) সেনাবাহিনীর বরাতে বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।
বহু বছর ধরে পাকিস্তানের খনিজসমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশে বিদ্রোহ চালিয়ে আসছে বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। এসব গোষ্ঠীর মধ্যে সবেচেয়ে আলোচিত দ্য বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এর আগে, গোষ্ঠীটির হামলায় পাক সেনাবাহিনীর অনেক সদস্য নিহত হয়েছে।
এমএইচ/