আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান উত্তেজনা: আকাশপথ অচল, ফ্লাইট বাতিলের হিড়িক

দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে আবারও চরম উত্তেজনা! পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত, আর পাল্টা জবাবে পাকিস্তানও হামলা করেছে। এই সামরিক উত্তেজনায় রীতিমতো অচল হয়ে পড়েছে আকাশপথ। এমন পরিস্থিতিতে  দুই দেশের উড়োজাহাজ সংস্থাগুলোসহ আন্তর্জাতিক কয়েকটি বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল করেছে অথবা গন্তব্য পাল্টেছে।

বুধবার (০৭ মে) আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি ভারতীয় উড়োজাহাজ সংস্থা ভারত–নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে তাদের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে। রাজস্থান, পাঞ্জাবসহ সীমান্তবর্তী কয়েকটি নগরেও উড়োজাহাজ চলাচল বাতিল করা হয়েছে।

স্পাইসজেট বলেছে, ধর্মশালা, লেহ, জম্মু, শ্রীনগর, অমৃতসরসহ ভারতের উত্তরাঞ্চলের বেশ কিছু অংশে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। ওই সব গন্তব্য থেকে তাদের ফ্লাইট চলাচলে এর প্রভাব পড়েছে।

ইন্ডিগো এয়ারলাইনস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, পরিবর্তিত পরিস্থিতির কারণে ওই সব নগর থেকে তাদের ফ্লাইট চলাচল প্রভাবিত হয়েছে।

এয়ার ইন্ডিয়া স্থানীয় সময় আজ বুধবার দুপুর পর্যন্ত জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় ও রাজকোটে চলাচল করা তাদের সব ফ্লাইট বাতিল করেছে।

উড়োজাহাজ সংস্থাটি আরও বলেছে, তারা তাদের অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইটের পথ পরিবর্তন করে সেগুলো রাজধানী দিল্লিতে পাঠিয়ে দিয়েছে।

এদিকে পাকিস্তানের কর্তৃপক্ষ লাহোর, করাচিসহ তাদের কয়েকটি বড় শহরের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।

ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ পাকিস্তানের বড় কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

ফ্লাইটরাডার২৪–এর তথ্য অনুযায়ী, অনেক উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা এড়াতে অন্য পথে ঘুরে গেছে।

এক্সটার্নাল নামের একটি প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ফিনএয়ার, এমিরেটস, টার্কিশ কার্গো ও সাউদিয়ার ফ্লাইটের গন্তব্য পরিবর্তনের তথ্য তুলে ধরেছে।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে এয়ার ফ্রান্স জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত পাকিস্তানের আকাশপথে তাদের সব ফ্লাইট চলাচল স্থগিত থাকবে। পাশাপাশি নির্দিষ্ট কিছু গন্তব্যের ফ্লাইট সূচি ও পরিকল্পনা নতুন করে সমন্বয় করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।

জার্মান এয়ারলাইন্স লুফথান্সা রয়টার্সকে জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত তাদের সব ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন