পাকিস্তানে মিসাইল হামলা
জইশ প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানভিত্তিক জইশ-ই-মোহাম্মদ সংগঠনের প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত হয়েছেন।
পাশাপাশি ওই হামলায় মারা গেছেন তার বিশ্বস্ত চার সহযোগী। পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের বাহাওয়ালপুরের ‘সুবহান আল্লাহ’ মসজিদে ক্ষেপণাস্ত্র হামলা হলে ওই প্রাণহানির ঘটনা ঘটে।
সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৯৯৪ সালে মাসুদ আজহার ভারতে গ্রেপ্তার হয়েছিলেন।
১৯৯৯ সালে ভারতীয় একটি বেসামরিক বিমান ছিনতাই করে তালেবানশাসিত আফগানিস্তানে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে । সেই সময় ক্রু ও যাত্রীদের জীবনের বিনিময়ে ভারত যে তিনজনকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, মাসুদ আজহার তাদের একজন।
বুধবার পাকিস্তানের ৯টি স্থানে হামলা চালায় ভারতের সামরিক বাহিনী। এসব লক্ষ্যবস্তুর মধ্যে আছে বাহাওয়ালপুর, মুরিদক, সরজল এলাকা । এসব স্থানে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর ই তৈয়বা, জইশ-ই-মোহাম্মদ ও হিজবুল মুজাহিদিনের শক্ত ঘাঁটি আছে বলে দাবি করছে নয়া দিল্লি।
এনএস/