আন্তর্জাতিক

ভারতের হামলা যুদ্ধের শামিল: পাকিস্তান

পাকিস্তানে মিসাইল হামলা চালিয়েছে ভারত। ওই হামলার পর বুধবার ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভারতের সামরিক হামলাকে আন্তর্জাতিক আইনে যুদ্ধের শামিল বলে আখ্যায়িত করেছে পাকিস্তান।     

দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি জেনারেল সাহির শামশাদ মির্জা, আইএসআই প্রধান জেনারেল আসিম মালিক, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিম ও উপ প্রধানমন্ত্রী ইসহাক দার।   

ভারত বলছে, সামরিক অভিযানের লক্ষ্য ছিল শুধুই পাকিস্তানের সন্ত্রাসী স্থাপনা। অন্যদিকে পাকিস্তানের দাবি, ভারত ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকা ও ঘরবাড়িতে আঘাত করেছে, যা সরাসরি যুদ্ধাপরাধের শামিল।  

 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন