আন্তর্জাতিক

পাকিস্তানে হামলায় ৭০ সন্ত্রাসী নিহত, দাবি ভারতের

ছবি: রয়টার্স

মধ্যরাতে চালানো ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের ৭০ জন নিহত হয়েছেন। এমনটাই দাবি করছে ভারত। একইসঙ্গে নিহত সকলেই সন্ত্রাসী বলে দাবি করছে ভারত। বুধবার (০৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়, বুধবার মধ্যরাতে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মিরে ‘৯টি সন্ত্রাসী ঘাঁটিতে’ ২৪টি সুনির্দিষ্ট মিসাইল হামলা চালিয়েছে। এই অভিযানে লস্কর-ই-তাইয়েবা এবং জইশ-ই-মোহাম্মদের শক্ত ঘাঁটি মুরিদকে ও বাহাওয়ালপুরে হামলা করা হয়।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, এই হামলায় অন্তত ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, ‘পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মিরের যেসব ঘাঁটি থেকে ভারতের ওপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়, সেগুলোকে টার্গেট করা হয়েছে।‘

বিবৃতিতে আরও দাবি করা হয়,  এই অভিযান সুনির্দিষ্ট, সীমিত এবং উত্তেজনা বৃদ্ধির চেষ্টা নয়। কোনও পাকিস্তানি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়নি। লক্ষ্য বাছাই ও হামলার ক্ষেত্রে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন