দেশজুড়ে

ঘুমন্ত ব্যবসায়ীকে আটকে দোকানে অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে ঘুমন্ত অবস্থায় এক ব্যবসায়ীর দোকানে আগুন ধরিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।  উপজেলার পূর্ব বদনীকাঠি গ্রামে মঙ্গলবার (৬ মে) রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম মুর্তুজ আলী খলিফা।  

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন। 

তিনি বলেন, রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা দোকানের দরজা বাইরে থেকে বেঁধে আগুন ধরিয়ে দেয়। এতে আগুনে মশারি পুড়ে গিয়ে পরনের লুঙ্গিতে আগুন ধরে যায়।  তীব্র যন্ত্রণায় ঘুম ভেঙে গেলে তৎক্ষণাৎ লুঙ্গি খুলে পূর্ব পাশের দরজা ভেঙে কোনোমতে বাইরে বের হয়ে প্রাণ রক্ষা করেন  তিনি।

ভুক্তভোগী দাবি করেছেন, তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে ততক্ষণে দোকানে থাকা ফ্রিজ, মালপত্র ও নগদ টাকাসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।  এতে আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। 

ভুক্তভোগীর ছেলে কবির খলিফা বলেন,  রাত দুইটার দিকে হঠাৎ বাবার চিৎকার শুনে দৌড়ে গিয়ে দোকানে আগুন দেখেন। চেষ্টা করেও আগুন পুরোপুরি নেভাতে পারেননি, তবে ভাগ্য ভালো যে বাবা বেঁচে গেছেন।

তিনি আরও বলেন এটি নিঃসন্দেহে একটি পরিকল্পিত হত্যাচেষ্টা।  পূর্ব বিরোধের জেরেই এই ঘটনা ঘটানো হয়েছে।

খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।  পরদিন বুধবার সকালে রাজাপুর থানার একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ওসি ইসমাইল হোসেন আরও বলেন, ঘটনাটি তদন্তাধীন।  লিখিত অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যেসব ব্যক্তি এই ঘটনায় জড়িত তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন