জাতীয়

ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা

সামরিক হামলার নিন্দা জানালেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছবি: তারেক রহমানের ফেসবুক থেকে

পেহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে তীব্র উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই বুধবার ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি সামরিক হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

বুধবার(৭ মে) নিজের ভেরিফাইড সোশ্যাল হ্যান্ডল ফেসবুক ও এক্সে দেওয়া এক পোস্টে তিনি হামলার নিন্দার পাশাপাশি  ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পোষ্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, ‘আশপাশে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে  আমরা সামরিক হামলার নিন্দা  এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা সংশ্লিষ্ট সকলকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার উপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সকলের সর্বোত্তম স্বার্থে কাজ করে।

প্রসঙ্গত,  বুধবার প্রথম প্রহরে পাকিস্তানের বিভিন্ন স্থানে  হামলা চালায় ভারত।ওই হামলায়  দুই ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতীয় সামরিক বাহিনী। পাল্টা হামলায় জবাব দেয় পাকিস্তানও।  এরইমধ্যে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। তবে এবিষয়ে নয়াদিল্লির তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ক্ষেপণাস্ত্র হামলার পর ভারতের দাবি, তারা ৭০ সন্ত্রাসীকে হত্যার পাশাপাশি তাদের ৯টি ঘাঁটি ধ্বংস করেছে। তবে ভারতের এই দাবি অস্বীকার করে পাকিস্তান সেনাবাহিনীর তরফে বলা হয়, তাদের ২৬ জন নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের লাইন অব কন্ট্রোলে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে গুলি বিনিময়ে ঘটনা ঘটেছে। এসময় অন্তত সাত জন ভারতীয় নাগরিক নিহত হন। তবে বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের দাবি মৃত্যুর সংখ্যা ১০।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন