সীমান্তে বিএসএফের হাতে ৩ বাংলাদেশি আটক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তে ৩ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতের ভেতরে প্রবেশের অভিযোগে তাদের আটক করে বিএসএফ।
বুধবার বিকেলে (০৭ মে) ভোরে সীমান্ত পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২৫০ গজ ভারতের অভ্যন্তরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বেলপুকুর গ্রামের বাসিন্দা মিস্টার (৩০), মোড়লহাট জিয়াবাড়ী এলাকার বাসিন্দা হামিদুল ইসলাম (৩০) ও একই এলাকার বাসিন্দা শামীম (২৩)।
বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের একটি সূত্র জানায়, ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে।
স্থানীয়রা জানায়, আটককৃতরা বেশ কিছুদিন আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ। তিনি বলেন, ঘটনার পরপরই আমরা বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আটক ৩ জনকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা যায়।
তিনি আরও বলেন, বিজিবি ইতোমধ্যেই আটক ব্যক্তিদের পরিচয় শনাক্তে স্থানীয়ভাবে কাজ শুরু করেছে এবং ঘটনার বিস্তারিত জানতে বিএসএফের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে।
এমএ//