ফুটবল

আর্জেন্টিনার ভক্তদের চাওয়াই হলো সত্যি!

বার্সেলোনা হারলে কোন আর্জেন্টাইন ফুটবলারের চোখে পানি আসবে না। কিন্তু ইন্টার মিলান হারলে কাঁদবে লাউতেরো মার্তিনেজ। যা নাকি সহ্য করতে পারবে না কোন আর্জেন্টাইন সমর্থক। 

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের আগে এমন একটি  ভিডিও বেশ মজার খোরাক হয়েছিলো ক্লাব ফুটবলের সমর্থকদের। তবে কে জানতো সেই ভাইরাল ভিডিওর চাওয়াটাই প্রতিফলিত হবে ম্যাচে।  

 প্রথমে নিজে গোল করলেন, এরপর পেনাল্টি আদায় করলেন। ম্যাচের শুরুতেই লাউতেরো মার্তিনেজের এমন পার্ফম্যন্সেই তো ফাইনালে এক পা দিয়ে দেয় ইন্টার মিলান। 

তবে খেলার রোমাঞ্চ অবশ্য এখানেই শেষ হয় না। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মধ্যে এরিক গার্সিয়া ও দানি ওলমোর গোলে সমতায় ফেরে বার্সেলোনা। 

৮৭ মিনিটে গোল করে কাতালুনিয়ান ক্লাবটিকে এগিয়ে দেন রাফিনিয়া। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের গোলের পর বার্সা ভক্তরা প্রহর গুনছিল শেষ বাঁশির। কিন্তু যোগ করা সময়ে ফ্রান্সেসকো আকার্বি গোল করে ম্যাচ নিয়ে যান অতিরিক্ত সময়ে।  ৯৯ মিনিটে ফ্রাত্তেসি গোল করলে ৪-৩ ব্যবধানে জয় পায় ইন্টার মিলান।  

শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে সান সিরোতে দুই লেগ মিলিয়ে বার্সেলোনার বিপক্ষে ৭-৬ ব্যবধানে জয় নিয়ে ফাইনালে উঠে ইন্টার মিলান।    

 

এ সম্পর্কিত আরও পড়ুন