আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান নিয়ে ট্রাম্পের সংক্ষিপ্ত বক্তব্য!

পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মিরসহ নয়টি স্থানে ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায়  ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। এ ঘটনার পর ইসলামাবাদ থেকে পাল্টা হামলার অনুমতি পেয়েছে দেশটির সামরিক বাহিনী।

এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতকে এই হামলার মূল্য দিতে হবে।

বৃহস্পতিবার (০৮ মে) ব্রিটিশ আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তেজনার মধ্যেই দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

হোয়াইট ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আমি দুই দেশকেই ভালোভাবে চিনি।  আমি চাই তারা নিজেদের মধ্যে বিষয়গুলো শান্তিপূর্ণভাবে সমাধান করুক। যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই পাশে থাকব।

ট্রাম্পের এ মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ভারতের হামলার জবাবে রক্তের প্রতিটি ফোঁটার হিসাব চুকিয়ে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন,‘গত রাতে ভারত পাকিস্তানে হামলা করে ভয়াবহ এক ভুল করেছে, যার মাশুল তাদের কঠিনভাবে দিতে হবে।’

এর আগে পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির নয়টি স্থানে বুধবার মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত।  এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ট্রাম্প ভারতের পদক্ষেপকে “লজ্জাজনক” বলে অভিহিত করেন এবং পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা খুব দ্রুতই প্রশমিত হবে বলেও আশা প্রকাশ করেন। 

 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন