জাতীয়

মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (০৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এ সময় তার সঙ্গে ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ড. এ এম নওশাদ ছিলেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র।

সূত্রটি জানিয়েছে, গতকাল রাত ১১টার দিকে বিমানবন্দরে পৌঁছান আবদুল হামিদ। ইমিগ্রেশনে দীর্ঘ যাচাই-বাছাই শেষে তিনি দেশ ছাড়ার সবুজ সংকেত পান।

উল্লেখ্য, সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা দায়ের রয়েছে। চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া ওই মামলায় আবদুল হামিদের পাশাপাশি আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদেরকেও।

এর আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে প্রায় অর্ধশত মামলা হলেও সেগুলোর কোনোটিতে আবদুল হামিদের নাম অন্তর্ভুক্ত ছিল না। তবে ১৪ জানুয়ারির মামলাটি প্রথমবারের মতো সরাসরি তার নাম উল্লেখ করে দায়ের করা হয়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন