আত্মহত্যা করা পলাশকে নিয়ে যা জানালেন জায়েদ খান

চট্টগ্রামে র্যাবের কার্যালয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। র্যাব কার্যালয়ে পলাশ সাহার কক্ষ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ মে) দুপুরে নগরের চান্দগাঁও র্যাব ক্যাম্প থেকে তার লাশ উদ্ধার করেন পুলিশ কর্মকর্তারা।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) জাহাঙ্গীর আলম জানিয়ে বলেন, চিরকুটটির মাধ্যমে আত্মহত্যার পেছনের কারণ এবং পরিস্থিতি সম্পর্কিত কিছু তথ্য পাওয়া গেছে। তবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
পলাশ সাহার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং পরিবারের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পলাশের অর্জন এবং মৃত্যুর আগে লেখা চিরকুট, যা তার ব্যক্তিগত জীবনকেও সামনে এনেছে।
পলাশের মৃত্যুতে শোক জানিয়েছেন অভিনেতা জায়েদ খান। যিনি তার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই ছিলেন। জায়েদ খান মার্কিন মুলুক থেকে তার পোস্টে লেখেন, ছোট ভাই পলাশ, একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার সুবাদে দেখা হলে খুব ভালো লাগত। খুব ভালো ছেলে ছিল। দেখা হলেই হাসি দিয়ে বলতেন, 'ভাইয়া, চা খাবেন?'
অভিনেতা আরও বলেন, আজকের দিনে, পলাশ পারিবারিক কলহের কারণে পৃথিবী ছেড়ে চলে গেছে। এই খবর মেনে নিতে কষ্ট হচ্ছে।
পুলিশ জানান, পলাশ সাহার আত্মহত্যার সম্ভাব্য কারণ হিসেবে পারিবারিক কলহ উঠে এসেছে। তবে মৃত্যুর আসল কারণ জানতে তদন্ত চলছে।
এসকে//