অপরাধ

পিতাকে হত্যা করে পুলিশে খবর দিলো মেয়ে

ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে পিতাকে ছুরিকাঘাতে হত্যা করে নিজেই ফোন করে পুলিশে খবর দেন মেয়ে। এঘটনায় মেয়েকে (২১) আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।  নিহতের নাম আব্দুর সাত্তার (৫৬)। তিনি নাটোরের সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। 

 

বৃহস্পতিবার (৮ মে) ভোরে সাভারের মজিদপুর কাঠালবাগান এলাকার স্থানীয় আবদুল কাদেরের মালিকানাধীন বহুতল ভবনের ৫ম তলায় এই হত্যাকাণ্ড ঘটে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

 

অভিযুক্ত মেয়ে ও পুলিশের বরাতে জানা যায়, ২০২২ সালে নিহত সাত্তারের বিরুদ্ধে নিজের মেয়েকে ধর্ষনের অভিযোগে নাটোরের সিংড়া থানায় একটি মামলা দায়ের করে তারই মেয়ে। সেই মামলায় দীর্ঘদিন কারাভোগ শেষে সম্প্রতি আবারো সাভারে ভাড়া বাসায় একসাথে বসবাস করছিল ভুক্তভোগী বাবা-মেয়ে। তবে পূর্বের সেই ঘটনার জেরে তাদের মধ্যে পুনরায় মনমালিন্য দেখা দেয়। মামলা প্রত্যাহারের জন্য নিজের মেয়েকে চাপ দিতে থাকে সাত্তার

 

তারই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে ভাতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে খেতে দেয় তার মেয়ে।  ভোরে ঘুমন্ত বাবাকে নিজেই ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে সে।  হত্যা শেষে জরুরি সেবা নাম্বার-৯৯৯ এ কল করে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে নিজেই পুলিশকে খবর দেন।

 

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এঘটনায় জড়িত নিহতের মেয়েকে আটক করা হয়েছে। পাশাপাশি মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ ও মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন