খেলাধুলা

লাল-সবুজের ফুটবল ভক্তদের জন্য শমিতের বার্তা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন শমিত সোম। সম্প্রতি ফিফা থেকে মিলেছে অনুমতি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) পাঠানো এক ভিডিওতে শমিত বার্তা দিয়েছেন ভক্ত-সমর্থকদের।

বৃহস্পতিবার (৮ মে) বাফুফের ফেসবুক পেজ থেকে শমিতের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

শমিত বলেন, ‘আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। আপনাদের সবার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।’

বাংলাদেশের হয়ে খেলার জন্য ছাড়পত্র পেতে শমিতকে বেশ কয়েকটি ধাপ পেরোতে হয়েছে। এই প্রক্রিয়াতে যারা সাহায্য করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি, ‘যাঁরা এই প্রক্রিয়াকে দ্রুত সময়ে শেষ করতে সাহায্য করেছেন, তাঁদেরও ধন্যবাদ।’

কানাডায় জন্ম ও বেড়ে উঠেছেন শমিত। তিনি বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলেন।

এমএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন