পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’-এ নিহত ১০০ জন, দাবি ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর

পাকিস্তানে চালানো ‘অপারেশন সিঁদুর’-এ অন্তত ১০০ জন নিহত হয়েছে বলে দাবি করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার (০৮ মে) বিরোধীদলীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে এ দাবি করেন তিনি।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘অপারেশন সিঁদুর’ এখনো চলমান এবং ভারত কোনো নতুন হামলা চালাতে চায় না। এ সময় তিনি সতর্ক করে বলেন, যদি পাকিস্তান বাহিনী আবার আক্রমণ করে, তাহলে ভারত প্রতিশোধমূলক আক্রমণ করবে।
এদিকে বিরোধী দল কংগ্রেস সরকারের সীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় সমর্থন প্রকাশ করেছে এবং জানিয়েছেন তারা সরকারকে পুরোপুরি সহযোগিতা করবে।
কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে সাংবাদিকদের বলেন, ‘আমরা সরকারকে সমর্থন জানাচ্ছি, কারণ তারা কিছু গোপন তথ্য রেখে কথা বলেছে’।
এর আগে এনডিটিভি জানায়, সরকারী সূত্র থেকে জানানো হয়, পাকিস্তানে চালানো এই অপারেশনে ৭০ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে এবং সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়। ভারত পাকিস্তানের উপর এই হামলার দায় চাপিয়ে দিয়ে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, যার ফলস্বরূপ পাকিস্তানে হতাহতের ঘটনা ঘটে। এর পর পাকিস্তান পাল্টা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।
এসি//