শুরু হলো বিশ্বকবির জন্মজয়ন্তীর তিনদিনব্যাপী আয়োজন

আজ ২৫শে বৈশাখ, বাংলা সাহিত্যের অমর কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। এই দিনটিকে ঘিরে কবিগুরুর স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে শুরু হয়েছে তিনদিনব্যাপী বর্ণাঢ্য জন্মবার্ষিকী উৎসব।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ. আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ. ফারুখ হোসেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রবীন্দ্র গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
১৮৯০ সালে জমিদারি দেখভালের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরে আসেন। এখানে তিনি ১৮৯৭ সাল পর্যন্ত প্রায় ৮ বছর সময় কাটান। এই সময়েই শাহজাদপুরের প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামের জীবনধারা ও মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক কবিগুরুর সাহিত্যকে সমৃদ্ধ করে।
এখানে বসেই তিনি রচনা করেন কবিতা- সোনার তরী, চিত্রা, চৈতালি, কল্পনা , ছোটগল্প- পোস্ট মাস্টার, রাম কানাইয়ের নির্বুদ্ধিতা , নাটক- বিসর্জন এবং গীতাঞ্জলীর অংশবিশেষ যার জন্য তিনি ১৯১৩ সালে লাভ করেন নোবেল পুরস্কার। জমিদার হিসেবে তিনি শাহজাদপুরে গড়ে তোলেন গবাদিপশু পালন ও দুগ্ধজাত পণ্য উৎপাদনের প্রকল্প। তাঁত শিল্পের প্রসারেও তার বিশেষ অবদান ছিল।
এসকে//