পটুয়াখালীতে মৎস্যচাষীদের সম্মাননা প্রদান করলো কোডেক

পটুয়াখালীর গলাচিপায় নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় সেবা প্রদানকারী ও চাষীদের নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ে উৎসাহিত করতে মেন্টরিং প্রোগ্রামের আয়োজন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ২৫ জন সুফলভোগী চাষীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
বৃহস্পতিবার ( ৮ মে) সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ কেন্দ্রে এ সম্মাননা প্রদান করা হয়।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী। সভায় সভাপতিত্ব করেন গলাচিপা কোডেকের এলাকা ব্যবস্থাপক মোঃ ইব্রাহিম খলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন শাখা ব্যবস্থাপক সাবিনা, কল্যানকলস শাখা ব্যবস্থাপক মোঃ আল আমিন, কোডেক (আরএমটিপি) ভিসিএফ মোঃ কামরুজ্জামান সহ আরো অনেকে।
অনুষ্ঠানে মৎস্য চাষীরা নিজেদের মাছ চাষের অভিজ্ঞতা জানান, মৎস্য চাষি লালমিয়া জানান পতিত পুকুর থেকে বছরে ০২(দুই) লক্ষ টাকা কার্প ও মিশ্র জাতিয় মাছ থেকে আয় করছেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মৎস্য চাষি মিজানুর রহমান জানান, তিনি প্রায় ০৪(চার) লক্ষ টাকা এক বছরে আয় করছেন। তিনি কোডেকের পরামর্শ ও সহায়তায় আধুনিক ডিভাইসের মাধ্যমে তাপমাত্রা খাদ্য এবং পানির রোগ বালাই পরিক্ষা করেন,তিনি পোনা মাছ উৎপাদন করে আসছেন।
উপজেলা এলাকা ব্যবস্থাপক মোঃ ইব্রাহিম খলিল বলেন, ১৯৮৫ সাল থেকে কোডেক এই এলাকায় কাজ করে যাচ্ছে, মানবিক সামাজিক সুরক্ষা ও মৎস্য সম্পদকে শক্তিশালী করতে প্রান্তিক কৃষক নিয়ে এগিয়ে যাচ্ছে, যা আগামীতে মৎস্য চাহিদা পূরন করতে সহায়ক হবে,
প্রধান অতিথি মোঃ জহিরুন্নবী বলেন বরিশাল হলো মৎস্য ভান্ডার আমাদের এই অঞ্চলে একদিকে সাগর - নদী গ্রামের প্রতিটি বাড়িতে রয়েছে পুকুর, তবুও সঠিক ভাবে পরামর্শ প্রদানের অভাবে লক্ষমাত্রা পূর্ন করা যাচ্ছেনা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার(কোডেক) মৎস্য বিভাগের পাশাপাশি মৎস্য সম্পদ কে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে।
আই/এ