জাতীয়

অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার

আবদুল হামিদের দেশত্যাগ : ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

ফাইল ছবি

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার এবং দুই জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ মে)  রাত পৌনে ৮টায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়

বার্তায় জানানো হয়, সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার ও মোঃ আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ব্যবস্থা নেয়া তিন কর্মকর্তা হলেন,  পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফ, এটিএসআই মো. সোলায়মান এবং কিশোরগঞ্জ থানার উপ পরিদর্শক এস আই আজহারুল ইসলাম।

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে  সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরসহ মোট ১২৪ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। চলতি বছরের ১৪ জানুয়ারি  কিশোরগঞ্জ সদরের উত্তর লতিবাবাদ এলাকার আবু তাহের ভূঁইয়ার ছেলে তাহমুল ইসলাম মাজহারুল বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলা  করেন। অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যায় নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলায় আরও ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর গত রাতে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাত ৩টা ৫ মিনিটে চিকিৎসার জন্য থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে পুলিশের বিশেষ শাখা জানায়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন