প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের ডাক হাসনাতের

গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনার সামনে লাগাতার অবস্থানের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ
বৃহস্পতিবার (৮ মে) রাতে নিজের ফেরিফাইড ফেসবুক পোস্টে এ ডাক দেন তিনি।
হাসনাত লিখেছেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত দশটা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচী চলবে।
যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সাথে আমরা নাই।
এ পোস্টে সংহতি জানিয়ে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করে লিখেছেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত যমুনার সামনে অবস্থান কর্মসূচী চলুক এবং চলতে হবে।
আই/এ