আন্তর্জাতিক

পাক-ভারত উত্তেজনা: যে বার্তা দিলো এরদোগান

পেহেলগাম হামলার জেরে পাকিস্তানে ভারতের বিমান হামলাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। ভারতীয় বিমান হামলায় পাকিস্তানের অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে মুখ খুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

শুক্রবার (০৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

এরদোগান বলেন, ‘আমরা উদ্বিগ্ন যে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা প্রকাশ্য সংঘাতে পরিণত হতে পারে।’

তিনি বলেন, ‘আমি আমাদের প্রাণ হারানো ভাইদের জন্য আল্লাহর রহমত প্রার্থনা করছি এবং আমি পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণ ও সরকারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।’

 তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (০৮ মে) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে ফোনে কথা হয়েছে। তিনি ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরে (আইআইওজেকে) সাম্প্রতিক সন্ত্রাসী হামলার একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।’ 

এরদোগান বলেন, যদিও আগুনে পেট্রোল ঢালা কিছু লোক আছে, তবুও তুরস্ক উত্তেজনা কমাতে এবং সংলাপের পথ খোলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছানোর আগে যেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকেনা। 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন