আইভীকে বহন করা পুলিশের গাড়িতে হামলা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে ডিবি কার্যালয়ে নেওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা এসময় পুলিশের গাড়িবহরে ইট-পাটকেল নিক্ষেপ ও বোমা বিস্ফোরণ করা হয়।
শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ শহরের গলাচিপা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় পুলিশের দুই কনেস্টেবলসহ পাঁচজন আহত হয়েছেন। হামলার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসানুজ্জামান।
এরপর দ্রুত আইভীকে আদালতে হাজির করে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, আজ ভোর পৌনে ৬টায় নারায়ণগঞ্জ শহরের দেওভোগের চুনকাকুটির থেকে আইভীকে গ্রেপ্তারের পর র্যাব ও পুলিশের ১৫টি গাড়ি নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ের দিকে রওনা হয়।
সকাল সাড়ে ৬টায় গলাচিপার মোড়ে পৌছালে ৩০-৪০ জনের একটি দল ওই গাড়ি বহরে হামলা চালায়। তারা পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপসহ বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন।
হামলার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসানুজ্জামান বলেন, সাবেক মেয়র আইভীর কোনো ক্ষতি হয়নি। তাকে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করে শুনানী শেষে কারাগারে পাঠানো হয়েছে।
এমএইচ//