৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত: পাকিস্তানের মন্ত্রী

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) সংঘর্ষে অন্তত ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা প্রাণ হারিয়েছেন। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল সামা টিভি এই খবর প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (০৮ মে) পাকিস্তান পার্লামেন্টে একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলাকালে মন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, ভারতের মিসাইল হামলার পালটা জবাবে পাকিস্তানি সেনাবাহিনী কার্যকর ব্যবস্থা নিয়েছে। পাকিস্তানের পালটা হামলায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে।
তারার জানান, সামরিক বাহিনীকে শক্ত প্রতিরোধ গড়ে তোলার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তিনি বলেন, “এখন আমাদের ভাবতে হবে, পরবর্তী পদক্ষেপ কী হবে। তবে নিশ্চিত থাকুন, আমাদের জবাব দ্রুতই আসবে—এমনভাবে যে তা বিশ্বব্যাপী মনে রাখা হবে।”
তিনি আরও বলেন, “ভারতের আত্মতৃপ্তির মুখে এখন লজ্জা। তারা নিজেদের অপ্রতিরোধ্য ভাবলেও বাস্তবতা ভিন্ন। পাকিস্তানের জবাবে তাদের অহংকার ভেঙে পড়েছে।”
তবে এ ঘটনায় ভারত সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেনা হতাহতের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
এমএ//