আরব সাগরে পাকিস্তানকে লক্ষ্য করে ভারতীয় নৌবাহিনীর অভিযান

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে আরব সাগরে তৎপরতা শুরু করেছে ভারতীয় নৌবাহিনী। শুক্রবার (০৯ মে) ভোররাতে শুক্রবার ভোরে এই টার্গেটেড অপারেশন শুরু হয় বলে জানা গেছে।
শুক্রবার (০৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এর আগে বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের বেশ কিছু এলাকায় পাকিস্তানের দিক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা হয় বলে দাবি করেছে ভারত। জম্মু, আরএস পুরা, আরনিয়া, সাম্বা ও হিরানগরের আকাশে ক্ষেপণাস্ত্র শনাক্ত হয়, তবে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার কারণে সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। একই রাতে পাঠানকোটে গোলাগুলির ঘটনা ঘটে এবং রাজস্থানের জয়সলমেরে ভারতীয় বাহিনী একটি পাকিস্তানি ড্রোন আটকাতে সক্ষম হয়।
এই ঘটনার পর সুরক্ষার কারণে চণ্ডীগড়, মোহালি এবং শ্রীনগরসহ কিছু শহরে আলো নিভিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়, অর্থাৎ ব্ল্যাকআউট কার্যকর করা হয়।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল জম্মু, পাঠানকোট ও উধমপুরের সেনাঘাঁটি, কিন্তু ভারতের প্রস্তুত প্রতিরক্ষা ব্যবস্থা তাতে বাধা দেয়, ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তবে ভারতের এসব দাবি একেবারেই অস্বীকার করেছে পাকিস্তান। আলজাজিরার কাছে দেওয়া এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ভারতীয় গণমাধ্যমে 'অবাস্তব গুজব' ছড়ানো হচ্ছে। সেখানে দাবি করা হয়েছে পাকিস্তানের দুটি যুদ্ধবিমান ভেঙে পড়েছে, দুজন পাইলটকে আটক করা হয়েছে, এমনকি লাহোর ও করাচি বন্দরে হামলার কথাও বলা হয়েছে। তবে এই ঘটনার কোনোটিরই সত্যতা নেই বলে জানিয়েছে ইসলামাবাদ।
এমএ//