বাংলাদেশ

যমুনার সামনে মঞ্চ প্রস্তুত, ধীরে ধীরে বাড়ছে জমায়েত

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা। শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর সেখানে বড় জমায়েতের ঘোষণা দেওয়া হয়েছে।

গতকাল মধ্যরাত থেকেই রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে যমুনার সামনে অবস্থান করতে দেখা যায় অনেককে। যার নেতৃত্বে ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা, কর্মী ও ছাত্র-জনতারা মধ্যরাত থেকেই একত্রিত হতে থাকেন। এরপর আজ সকাল সাড়ে ৮ টার দিকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

যেখানে হাসনাত জানান, ‘ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজকে তাঁরা বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।‘

এরমধ্যে যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। যে মঞ্চ ঘিরে জমায়েত লক্ষ্য করা যাচ্ছে। জুমার নামাজের পর এই মঞ্চ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আরও জোরালোভাবে উত্থাপিত হবে বলে ধারণা করা হচ্ছে।

এমএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন