আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান উত্তেজনায় পারমাণবিক যুদ্ধের শঙ্কা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

পেহেলগাম হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি স্পষ্টভাবে জানিয়েছে, তারা এমন কোনো সংঘাতে জড়াতে চায় না যেখানে সরাসরি তাদের স্বার্থ জড়িত নয়।

শুক্রবার (০৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু

প্রতিবেদনে বলা হয়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা সরাসরি এই সংঘাতে হস্তক্ষেপ করব না, তবে কূটনৈতিকভাবে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করব। আমাদের প্রধান আশঙ্কা হলো এই বিরোধ যেন পারমাণবিক যুদ্ধের দিকে না গড়ায়।’

তিনি বলেন, ভারত-পাকিস্তান উভয় পক্ষকে যুক্তরাষ্ট্র উত্তেজনা কমানোর জন্য উৎসাহিত করতে চায়। দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হোয়াইট হাউস।

তিনি আরও বলেন, ‘যখন ভারত আঘাত হানে, তখন পাকিস্তান পাল্টা জবাব দেয়। এই প্রতিক্রিয়া-প্রতিবাদের ধারাবাহিকতা যেকোনো সময় ভয়াবহ পরিণতির দিকে যেতে পারে। তাই উভয় পক্ষের উচিত শান্ত থেকে সংযত আচরণ করা।’

ভ্যান্স স্পষ্ট করেন, ‘আমরা কোনো দেশকে আত্মসমর্পণের নির্দেশ দিতে পারি না। আমাদের কাজ কেবল পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক সহায়তা প্রদান।’

এদিকে, দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে কাজ করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও। বৃহস্পতিবার (০৮ মে) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ফোন করে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন