খেলাধুলা

পিএসএলের বাকি অংশ হবে আরব আমিরাতে

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচটি স্থগিত হয়ে যায় ছবি: গেটি ইমেজ

পাকিস্তান ও ভারতের মধ্যে চলা সামরিক সংঘাতের জেরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। চলতি মৌসুমে আর ৮ টি ম্যাচ বাকি আছে পিএসএলে।

বৃহস্পতিবার (৮ মে) রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পেশোয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচটি। কিন্তু চলমান সংঘাত-সংঘর্ষের কারণে ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়।

এই ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও পিএসএল স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা হয়। বৈঠক শেষ হলে পিএসএলের বাকি অংশ আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন