মুরগির বাজারে আগুন, স্বস্তি নেই সবজিতেও

নিত্যপণ্যের বাজারে নতুন করে চাপে ভোক্তারা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। মুরগির দামও চড়া। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। ফলে বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ।
শুক্রবার (০৯ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দাম ২০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বেগুন, করলা, ঢেঁড়স, শসা, কাঁচা মরিচ, পটোল সব কিছুর দামই ঊর্ধ্বমুখী।
করলা বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা, বেগুন ৮০-১০০ টাকা, বরবটি ৮০ টাকা, চিচিঙ্গা ৭০-৮০ টাকা, কচুর লতি ৮০-৯০ টাকা, কাঁকরোল ১০০-১৩০ টাকা, ঢেঁড়স ৫০-৭০ টাকা, ঝিঙে ৭০-৮০ টাকা, টমেটো ৩০-৪০ টাকা দরে। এছাড়া পেঁপে ৭০ টাকা, গাজর ৪০ টাকা, শসা ৭০-৮০ টাকা, পটোল ৭০-৮০ টাকা, সজনে ডাটা ১২০-১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শুধু সবজি নয়, বাড়তি রয়েছে পেঁয়াজ রসুন আদার দাম। গেল দুই সপ্তাহে পেঁয়াজের দাম ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। আদা ও রসুনেও রয়েছে একই প্রবণতা।
মুরগির বাজারেও উর্ধ্বগতি। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১০ টাকা বেড়ে এখন ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি ৩২০ টাকা, কক ৩৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তবে গরু ও খাসির মাংসের দাম আগের মতোই রয়েছে। গরুর মাংস প্রতি কেজি ৭৫০-৮০০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
কিছুটা স্বস্তি রয়েছে মাজের বাজারে। রুই ৩৫০-৪২০ টাকা, কাতল ৩৮০-৪৫০ টাকা, চাষের শিং ৫৫০ টাকা, মাগুর ৫০০ টাকা, কৈ ২০০-২৫০ টাকা, কোরাল ৭৫০ টাকা, পাঙাশ ১৮০-২৩৫ টাকা এবং তেলাপিয়া ১৫০-২২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
এমএ//