আন্তর্জাতিক

রাফাহে সংঘর্ষে ১৯ ইসরাইলি সেনা নিহতের দাবি হামাসের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল রাফাহতে দুটি পৃথক হামলায় চালিয়েছে হামাসের সামরিক শাখা, আল-কাসসাম ব্রিগেড। সশস্ত্র ব্রিগেডটির দাবি এ হামলায় ১৯ জন ইসরাইলি  সেনাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ মে) তারা এই তথ্য জানিয়েছে। খবর আনাদোলু। 

প্রতিবেদনে বলা হয়, রাফাহর আল-তান্নুর এলাকায় ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদের কাছে প্রথম ঘটনাটি ঘটে। সেখানে হামাস যোদ্ধারা সাত সদস্যবিশিষ্ট একটি ইসরাইলি  টহল দলকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়। আল-কাসসামের দাবি, হামলায় সবাই নিহত হয়।

এর আগে তারা জানিয়েছিল, একই এলাকার আল-ফিদাই জংশনের কাছে একটি বাড়ির ভেতরে অভিযান চালানোর প্রস্তুতিকালে ইসরাইলি একটি ইঞ্জিনিয়ারিং ইউনিটকে টার্গেট করে দুই ধরনের বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়। এতে আরও ১২ সেনার মৃত্যু হয় বলে দাবি করেছে তারা।

হামাস জানিয়েছে, ওই বিস্ফোরণে অনেক হতাহতের ঘটনা ঘটে। পরে ইসরাইলি  হেলিকপ্টার এসে লাশ ও আহতদের সরিয়ে নেয় বলেও তারা উল্লেখ করেছে।

এছাড়া, রাফাহর আল-জেনিনা এলাকায় এখনো ইসরাইলি  বাহিনীর সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ চলছে বলে জানায় আল-কাসসাম। তবে এসব বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরাইলি  সেনাবাহিনী।

ইসরায়েলের সামরিক বাহিনী সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত তাদের ৮৫৪ জন সেনা নিহত হয়েছে। এর মধ্যে গাজায় বড় আকারের হামলা শুরুর পর মারা গেছে ছয়জন। একই সময়ে আহত সেনার সংখ্যা প্রায় ৫,৮৪৭ জন, যার মধ্যে শুধু গাজায় স্থল অভিযানে আহত হয়েছে ২,৬৪১ জন।

তবে বিশ্লেষকদের অভিযোগ, ইসরায়েল প্রায়ই তাদের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র গোপন রাখে।

অন্যদিকে, গাজায় চলমান সহিংসতায় এখন পর্যন্ত দখলদার ইসরাইলের বর্বর হামলায় প্রায় ৫২,৮০০ জন নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী ও শিশু রয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন