শামীম-প্রিয়াঙ্কা ইস্যুতে ব্যবস্থা নিতে যাচ্ছে অভিনয়শিল্পী সংঘ

শামীম হাসান সরকারের বিরুদ্ধে শুটিং সেটে অশালীন আচরণ, ধর্ষণের হুমকি ও মাদক সেবনের মতো গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে তিনি এই অভিযোগগুলো করেন। এ বিষয়ে অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’-এর কাছে লিখিতভাবে অভিযোগও দেন তিনি।
অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন শামীম হাসান সরকার। তিনি সংগঠনে পাল্টা অভিযোগ করেছেন। এছাড়া সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। ওই সম্মেলনে প্রিয়াঙ্কাসহ আরও কয়েকজন অভিনয় শিল্পীর নাম উল্লেখ করে মন্তব্য করেন শামীম। তার এই মন্তব্যের জেরে শুরু হয়েছে নানা বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় অনেকেই শামীমের বক্তব্যের তীব্র সমালোচনা করছেন।
এই প্রেক্ষাপটে, অভিনয়শিল্পী সংঘ জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং খুব শিগগিরই দুই পক্ষের বক্তব্য ও প্রমাণ যাচাই করে সিদ্ধান্ত নেবে।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু গণমাধ্যমকে বলেন, ‘দুজনেই আমাদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছেন। আমরা খুব শিগগির আলোচনায় বসব। যিনি দোষী প্রমাণিত হবেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে—এখানে কোনো ছাড় দেওয়া হবে না।’
এছাড়া শামীম হাসানের বিরুদ্ধে আরও অভিযোগ সামনে আসছে। এর আগে চায়ে চিনি কম হওয়ায় প্রোডাকশন বয়ের গায়ে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছিল উত্তরা দোলনচাঁপা শুটিং হাউজে। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন।
এমএ//