দেশজুড়ে বাড়ছে গরম, কবে থেকে মিলবে স্বস্তি জানালো আবহাওয়া অফিস

বছরের সবচেয়ে উষ্ণতম মাস এপ্রিল। তবে এবারের এপ্রিল মাস প্রতিবারের মতো অতটা গরম ছিল না। মে মাসের শুরুটাও তুলনামূলকভাবে সহনীয় ছিল। তবে গেল কয়েক দিন ধরে বাড়তে শুরু করেছে গরমের তীব্রতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবার (৯ মে) দেশের ৪৫টি জেলায় তাপপ্রবাহ বইছে।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভোর থেকেই রোদ ও গরম অনুভূত হয়। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, এপ্রিল মাসে কিছু এলাকায় গরম ছিল ঠিকই, কিন্তু এত বিস্তৃত তাপপ্রবাহ দেখা যায়নি।
গেল বুধবার (০৭ মে) থেকে দেশের বড় একটি অংশে গরমের তীব্রতা বাড়তে থাকে এবং তা আরও দুদিন থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি। তবে আগামী রোববার থেকে তাপমাত্রা কমে আসতে পারে, সঙ্গে কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
শুক্রবারের আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুযায়ী, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল ও পটুয়াখালীর উপর দিয়ে তাপপ্রবাহ বইছে। এ ছাড়া, ঢাকা বিভাগের ১৩টি, খুলনা বিভাগের ১০টি ও রাজশাহী বিভাগের ৮টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের গরম অনুভূত হচ্ছে, যা আরও কিছুদিন স্থায়ী হতে পারে।
চলতি বছর এখন পর্যন্ত তীব্র বা অতি তীব্র তাপপ্রবাহ খুব একটা দেখা যায়নি। এপ্রিলেও গরম তুলনামূলক কম ছিল, কারণ মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্যে দেখা যাচ্ছে, এবারের এপ্রিলের গড় তাপমাত্রা গত বছরের চেয়ে প্রায় ৩ ডিগ্রি কম।
আজ দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল লালমনিরহাটের ডিমলায় ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজকের তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি, যা চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ। মার্চের ২৮ তারিখে রাজধানীতে সর্বোচ্চ ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
এমএ//