রাজনীতি

আ. লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী দল’ হিসেবে নিষিদ্ধের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠেছে রাজধানীর শাহবাগ মোড়। শুক্রবার (৯ মে) বিকেল থেকে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে বিক্ষোভকারীরা স্লোগানে স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।

এ সময় তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’ ‘নাহিদ-আক্তার আসছে, রাজপথ কাঁপছে’, ‘একটা একটা ছাত্রলীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও ঘুরিয়ে দাও’, ‘২৪ বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘লীগ ধর, জেলে ভর’,  ‘মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ নানা স্লোগান দেন।

বিক্ষোভের ফলে শাহবাগসহ আশপাশের এলাকা, যেমন সায়েন্সল্যাব, টিএসসি, ও বাংলামোটরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, আন্দোলনকারীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মোড় অবরোধ করেছেন। ঘটনাস্থলে নিরাপত্তা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী সড়কে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকেই এনসিপির দক্ষিণাঞ্চলীয় নেতা হাসনাত আবদুল্লাহ শাহবাগ অবরোধের ডাক দেন, এর পরপরই শুরু হয় বিক্ষোভ।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন