লেভারকুসেন ছাড়ছেন আলোনসো, নতুন ঠিকানা মাদ্রিদ

চলতি মৌসুম শেষে বায়ার লেভারকুসেন ছাড়ছেন জাবি আলোনসো। শুক্রবার (১০ মে) আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে আলোনসো ও লেভারকুসেন এই সিদ্ধান্তে পৌঁছে।
নতুন মৌসুমে তিনি রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হবেন বলে জানা গেছে।
গত মৌসুমে অনবদ্য ছিলেন আলোনসো। স্পেন ও লিভারপুলের সাবেক এই মিডফিল্ডারের অধীনে কোনো ম্যাচ না হেরে বুন্দেসলিগা জিতে নেয় লেভারকুসেন। পাশাপাশি শিরোপা জেতে জার্মান কাপের।
আজ আলোনসো বলেন, ‘এই সপ্তাহে ক্লাব ও আমি মিলে সম্মতিতে এসেছি যে, এই দুই ম্যাচ লেভারকুসেনের হয়ে কোচ হিসেবে আমার শেষ হতে চলেছে।‘
তিনি বলেন, ‘এটা সঠিক মুহূর্ত না ভবিষ্যৎ নিয়ে বলার জন্য। কারণ রোববার আমরা একটা ভালো বিদায় চাই; কিছু খেলোয়াড়ের জন্য, আমার জন্য। মনে হয়েছে বিদায় ঘোষণার জন্য এটাই ঠিক সময়।‘
গত বছর রিয়াল মাদ্রিদ, লিভারপুল ও বায়ার্নের কোচ হওয়ার আলোচনায় ছিলেন আলোনসো। এরপর জানান, তিনি লেভারকুসেনেই থাকতে চান।
এমএইচ//