কাশ্মীরে গোলাবর্ষণে ভারতীয় সরকারি কর্মকর্তা নিহত

পাকিস্তানের গোলাবর্ষণে ভারতশাসিত কাশ্মীরের রাজৌরি শহরে নিহত হয়েছেন ভারতের একজন সরকারি কর্মকর্তা। রাজ কুমার থাপ্পা নামে ওই কর্মকর্তা অ্যাডিশনাল ডিসট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ।
শুক্রবার (০৯ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)এ এক পোস্টে গভীর শোক প্রকাশ করে তিনি লিখেন, গতকালই উপ-মুখ্যমন্ত্রী ও একটি অনলাইন সভায় তিনি অংশ নিয়েছিলেন, যেখানে আমি সভাপতিত্ব করেছিলাম। অথচ আজ সকালে তার বাড়িতে গোলাবর্ষণ হয় এবং তিনি নিহত হন।
মুখ্যমন্ত্রী জানান, পাকিস্তানি বাহিনী সরাসরি রাজৌরি শহরকে লক্ষ্য করে গোলাবর্ষণ চালিয়েছে, যাতে সরকারি কর্মকর্তা থাপ্পা নিহত হন। ঘটনাটিকে তিনি নিন্দনীয় এবং নিরীহ নাগরিকদের ওপর সরাসরি হামলা বলে উল্লেখ করেছেন।
এসকে//