রাতে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকের বিষয় জানা যায়নি।
শনিবার (১০ মে) রাত আটটায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তবে আলোচ্যসূচির বিষয়ে ও বৈঠকের সাথ সম্পর্কে তিনি কিছু জানানি।
এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে। তবে শাহবাগ ব্যতীত দেশের অন্য কোথাও অবরোধ করেনি আন্দোলনকারীরা।
আই/এ