মাংস ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

ফরিদপুরের সালথা উপজেলায় আকিকার মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৯ মে) রাত ও শনিবার (১০ মে) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান গণমাধ্যমকে ঘটনাটি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গারদিয়া গ্রামের ইউপি সদস্য নান্নু মেম্বারের সমর্থক উজ্জ্বল মোল্লা ও জালাল মাতব্বরের অনুসারী ফারুক মোল্লার মধ্যে আকিকার মাংস বণ্টন নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও পরে সংঘর্ষে রূপ নেয়। ওই রাতের উত্তেজনার রেশ কাটার আগেই শনিবার সকালেও উভয়পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্র, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে প্রতিপক্ষের ২০ থেকে ২৫টি বাড়িতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মালামাল লুটপাট চালানো হয়। এতে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ওসি মো. আতাউর জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সংঘর্ষে আহত অন্তত ১৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসকে//