আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠলো পাকিস্তানের তিন বিমানঘাঁটি

ড্রোন হামলার জবাবে পাকিস্তানের তিনটি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ভারত। শুক্রবার (০৯ মে) দিবাগত রাত আড়াইটার দিকে রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি, সরকোটের রফিকি বিমান ঘাঁটি এবং চকওয়ালের মোরাইদ ঘাঁটিতে হামলা চালানো হয়। 

হামলায় সবচেয়ে বড় বিস্ফোরণটি ঘটেছে রাজধানী ইসলামাবাদের কাছে নূর খান বিমানঘাঁটিতে। সেটি পাকিস্তান বিমানবাহিনীর অন্যতম সংবেদনশীল একটি ঘাঁটি। সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা গেছে নূর খান ঘাঁটি থেকে আগুন ও ধোঁয়ার কুণ্ডলি উড়ছে। 

তবে পাকিস্তানের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেন, ভারতের কিছু মিসাইল বিমানঘাঁটির কাছে আঘাত হেনেছে। কিন্তু ঘাঁটির কোনো ক্ষতি হয়নি।

এর আগে বৃহস্পতিবার (০৮ মে) ও শুক্রবার (০৯ মে) মাঝরাতে ভারতের ৩৬টি স্থানে প্রায় চারশটি ড্রোন হামলা করে পাকিস্তানি সেনারা। শনিবার (১০ মে) সকালে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী, সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং বিমানবাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিংহ সংবাদ সম্মেলন করেন। 

ভারতের দাবি, পাকিস্তানি হামলা প্রতিবারই ব্যর্থ করে দেয়া হয়েছে।

উইং কমান্ডার ব্যোমিকা সিংহ বলেন, সামরিক স্থাপনার ওপর হামলার উদ্দেশ্যে ৮ এবং ৯ মে’র মাঝরাতে ভারতের পশ্চিম সীমান্তজুড়ে আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তান সামরিক বাহিনী। তারা ভারতের ৩৬টি স্থানে ৩০০ থেকে ৪০০ ড্রোন হামলা চালায়। ভারতীয় সেনাবাহিনী কাইনেটিক এবং নন-কাইনেটিক পদ্ধতিতে এসব ড্রোন ধ্বংস করে দেয়।  

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন