খেলাধুলা

পিএসএল স্থগিতের সিদ্ধান্ত পিসিবির

ছবি: এএফপি

ভারত-পাকিস্তান রাজনৈতিক সংঘাতের জের প্রতিনিয়ত বেড়েই চলেছে। এরমধ্যে আইপিএল স্থগিত করা হয়েছে এক সপ্তাহের জন্য। আর পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল) এর বাকি অংশ হওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু বাকি থাকা সেই ৮ ম্যাচ স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

পিসিবি থেকে অবশ্য বলা হয়েছিল, পিএসএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত-আরব-আমিরাতে অনুষ্ঠিত হবে। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি আরও খারাপ হওয়ার কারণ দেখিয়ে এই ম্যাচগুলো স্থগিত রাখা হয়েছে।

পিসিবির বিবৃতিতে বলা হয়, ‘‘প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের এই বেপরোয়া আগ্রাসন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে পুরো জাতির দৃষ্টি ও আবেগ এখন দেশের সাহসী সশস্ত্র বাহিনীর দিকে- যারা নির্ভীকভাবে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় লড়ছেন। পিসিবি এবং খেলোয়াড়রা শহীদ পরিবারের সদস্যদের এবং জাতির সুরক্ষায় নিয়োজিত নিরাপত্তাকর্মীদের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করছে।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন