দেশজুড়ে

দুলাভাইয়ের আঘাতে শ্যালকের মৃত্যু

ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামে পারিবারিক কলহের জেরে দুলাভাইয়ের শাবলের আঘাতে রাকিব (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাকিবের বড় ভাই জিসান (১৮)। নিহত রাকিব শামসু মিয়ার ছেলে। অভিযুক্ত ফারুক মিয়া (৩৫) ওই এলাকার হাসেম বেপারির ছেলে। 

শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নয়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রূহানী গণমাধ্যমকে ঘটনাটি নিশ্চিত করেছেন।  

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পারিবারিক কলহের জেরে ফারুক মিয়ার সঙ্গে রাকিব ও তার বড় ভাই জিসানের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাগান্বিত হয়ে ফারুক ঘর থেকে শাবল এনে রাকিবের মাথায় আঘাত করেন। এতে রাকিব গুরুতর আহত হন।  একই সময় জিসান ফারুককে বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয় এতে জিসানও আহত হন।

রাকিবের চাচা সেন্টু মিয়া জানান,  'ঘটনাটি রাতে ঘটলেও তখন আমি বাড়িতে ছিলাম না।  যখন বাড়িতে ফিরি তখন দেখি আমার দুই ভাতিজা রক্তাক্ত অবস্থায় বাড়ির উঠানে পড়ে রয়েছে।  দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই'। 

ওসি ফুয়াদ রূহানী বলেন, স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাকিবের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  পরে শনিবার(১০ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যায়।   

 এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

 

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন