আন্তর্জাতিক

ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ধ্বংসের দাবি পাকিস্তানের

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে নিজেদের ক্ষেপণাস্ত্র ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী।

পাকিস্তানের ডিজিএফআই মহাপরিচালক বলেছেন, পাকিস্তানের বিমানবাহিনীর  অত্যাধুনিক যুদ্ধবিমান জেএফ-সেভেনটিন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ভারতের এস-ফোর হানড্রেড ধ্বংস হয়।   

পাকিস্তানের দাবি, এই যুদ্ধবিমান দিয়েই ভারতীয় বিমান বাহিনীর তিনটি  রাফেল যুদ্ধবিমান ধ্বংস করে পাকিস্তান। এবার ধ্বংস করলো রাশিয়া নির্মিত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-ফোর হানড্রেড। 

রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০, বিশ্বব্যাপী সবচেয়ে উন্নত দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়।

তবে পাকিস্তানের এ দাবি ভুয়া ও অসত্য বলে প্রত্যাখ্যান করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। 

শনিবার (০৯ মে) সকালে প্রেস ব্রিফিংয়ে তিনি দাবি করেন, রাজস্থানের সুরতগড় ও হরিয়ানার সিরসায় বিমান ঘাঁটি, উত্তর প্রদেশের আজমগড়ের সেনাঘাঁটি, আদমপুরে এস–৪০০–এর ঘাঁটি তছনছ করে দেওয়ার দাবিকে ভুয়া ও অসত্য।  তিনি বলেন, পাকিস্তান সরকারের পক্ষ থেকে নানা ভুয়া প্রচার চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও চলছে সেই মিথ্যা প্রচার।

পাকিস্তানের এই মিথ্যা প্রচারের প্রমাণে সংবাদ সম্মেলনে ওই সব সেনা ও বিমানবাহিনীর ঘাঁটি, তার রানওয়ের ছবিও প্রকাশ করা হয়। 

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন