পাকিস্তান থেকে দেশে ফিরলেন রিশাদ-নাহিদ

ভারত ও পাকিস্তানের মধ্যকার সামরিক সংঘাতের কারণে স্থগিত হয় পিএসএল। সেখানে খেলতে গিয়েছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। শনিবার (১০ মে) দেশে ফিরে এসেছেন তারা।
পাকিস্তানে পিএসএল স্থগিত হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতে বাকি ম্যাচগুলো হওয়ার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত জানা যায়, আরব আমিরাতে ম্যাচগুলো হচ্ছে না। বরং আপাতত স্থগিত রাখা হচ্ছে পিএসএল।
শুক্রবার (৯ মে) রাতে পাকিস্তান থেকে বিশেষ ফ্লাইটে দুবাই এসে পৌঁছান নাহিদ ও রিশাদ। সেখান থেকে তারা ঢাকার পথে রওনা হন। এরপর আজ বিকেলের দিকে তারা ঢাকায় পা রাখেন।
এমএইচ//