আমিরাত সিরিজ হবে, পাকিস্তান যাওয়া নিয়ে শঙ্কা

বাংলাদেশ দলের আরব আমিরাত ও পাকিস্তান সিরিজ নিয়ে নানা আলোচনা চলছে। এরমধ্যে জানা যায়, আরব আমিরাতের বিপক্ষে সিরিজটি ঠিক সময়ে হলেও, পাকিস্তান সিরিজ নিয়ে ধোঁয়াশা রয়েছে।
শনিবার (১০ মে) এক বিবৃতিতে সিরিজ দুইটি নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।
বিবৃতিতে বিসিবি জানিয়েছে, 'পিসিবির সাথে বিসিবির আলোচনা জোরালোভাবে চলছে। বিসিবি আবারো বলতে চায়, খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের নিরাপত্তা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সফর সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে সেই সিদ্ধান্ত দল ও বাংলাদেশ ক্রিকেটের সর্বোত্তম স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।'
সেখানে আরও বলা হয়েছে, 'ইন্টারন্যাশনাল এঙ্গেজমেন্ট ও প্রস্তুতির প্রতিশ্রুতির অংশ হিসেবে নির্ধারিত সময়ে বাংলাদেশ দল আরব আমিরাত সফরে যাবে।'
একইদিন পাকিস্তান সফরের বিষয়টি নিয়ে এক প্রশ্নের জবাব দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার ফেডারেশনের এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বর্তমানে যে পরিস্থিতি, এর মধ্যে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পাকিস্তান অ্যাম্বাসি থেকেও আমাদের নিরাপত্তাঝুঁকির বিষয়টি জানিয়েছে। বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তটা জানাবে।’
এমএইচ//