আর্কাইভ থেকে জাতীয়

শেখ হাসিনাসহ বিশ্বের ৪০ নেতাকে জলবায়ু সম্মেলনে ডাকলেন বাইডেন

বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে বিশ্বের গুরুত্বপূর্ণ ৪০ জন নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

শুক্রবার হোয়াইট হাউস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং আমন্ত্রণ পেয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, জলবায়ু সম্মেলনে অতিথির তালিকায় রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

ভার্চুয়াল এ সম্মেলটি চলতি বছরের ২২ ও ২৩ এপ্রিল দুই দিনব্যাপী হওয়ার কথা রয়েছে। জো বাইডেন আহ্বান জানিয়েছেন, আমন্ত্রিত নেতাদের দেশগুলো বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কীভাবে অবদান রাখতে পারে, তার রূপরেখা দেয়ার সুযোগ হিসেবে সম্মেলনটিকে যেন ব্যবহার করা হয়।

সূত্র: এনডিটিভি

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন