কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকেই দেশের সব বিভাগে বৃষ্টির দেখা মিলেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দুই দিন দেশের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, এই নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ দেশের নয়টি অঞ্চলে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বৃষ্টিও হতে পারে।
বিশেষ করে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
এদিকে, আগামী পাঁচদিনের (১২০ ঘণ্টা) দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া বিভাগ জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর আশঙ্কাও।
এমএ//